সাধারণত টাকা ফেরত দেওয়া হয়না। কারণ অপারেশনের পূর্বেই আপনাকে একটি ফর্মে সই করতে বলা হয় যেখানে অপারেশনের ফলে কী ধরণের জটিলতা সৃষ্টি হতে পারে, অপারেশন সফল নাও হতে পারে সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার থেকে সই এ মাধ্যমে সম্মতি নেওয়া হত। ফলে যদি কোনো সার্জারি বা অপারেশন সফল নাও হয় তাহলেও টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। তবে যদি কেউ ইচ্ছে লরে ভুল অপারেশন করে তবে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন এবং টাকা দাবি করতে পারবেন। এছাড়াও চিকিৎসক যদি নিজের ইচ্ছায় টাকা ফেরত দেয় সে ক্ষেত্রেও টাকা ফেরত পেতে পারেন।