বিশ্বের অধিকাংশ পরিকল্পিত নগরীতে আগুন নেভানোর জন্য সড়কের পাশে ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানো থাকে। ‘ফায়ার হাইড্রেন্ট’ এমন একটি ব্যবস্থা যেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা হাইড্রেন্টের বাল্ব খুলে দিলে মুর্হূতে স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে পানি বেরিয়ে আসে। পানির পাম্পের সঙ্গে সংযোগ দেওয়া থাকায় এতে পানির অতিরিক্ত প্রেসার দেওয়া থাকে।