মানুষের পূর্বপুরুষদের দিকে লক্ষ করে দেখুন,সেই স্টোন এজ থেকে মানুষ কিন্তু অজানাকে খোজার ক্ষেত্রে,ভয়ের মোকাবিলা করতে পছন্দ করতো(সবাই করতোনা)।যার আরো কিছু প্রমাণ পাবেন বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে।যেমন ব্যাবিলনীয়, মেসোপটেমিয়া ইত্যাদি সভ্যতায় মানুষ vs. জীবজন্তুর মধ্যে মারামারির আয়োজন করা হতো।এটা কিন্তু বিপদজনক কিন্তু তবুও মানুষ করতো।কারন অতদিনে মানুষ জেনেটিক্যালি এনকোডেড হয়ে গিয়েছিলো যে বিপদজনক কাজ করার মধ্যেই আনন্দ।
এবার আসি আমরা কেনো নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হইঃ
উপরের আলোচনা থেকে আমরা অলরেডি বুঝেছি যে মানুষ জেনেটিক্যালি এনকোডেড যে "ভয় বা বিপজ্জনক কাজের মধ্যেই আনন্দ"
কিন্তু এখন আমরা প্রাচীন আমল থেকে অনেক বেশি সভ্য হয়েছি।তাই বলে তো আর আপনি জিনের পরিবর্তন করতে পারেননি।কিন্তু পরিবেশের সাথে খাপ খাওয়াতে একটু সুপ্তভাবে এনকোডেড হয়েছে, যেটা হলো "নিষিদ্ধ জিনিস/কাজের প্রতি আকর্ষণ",অনেকটা কমিক বুক " Beauty and the beast" এর মতো,অনেকেই পড়েছেন হয়ত।প্রাচীন আমলের কাজ গুলো আজকের সাপেক্ষে দেখলে নিষিদ্ধই বলা যায়।
সংগৃহীত