Nishat Tasnim-
মায়ের পেটে জমজ হতে গিয়েছিলো কিন্তু কোনো কারণে একজনের ঠিক মতো বিকাশ হলেও অন্য জনের বিকাশ হয়না এবং সে তার অন্য ভাই/বোনের সাথে কোনো ভাবে লেগে এমন হয়ে যায়। যার হাত পা বাচ্চাটার বুকে আটকে আছে সেটা তার জমজ ভাই বা বোনেরই হাত পা যা তার সাথে সংযুক্ত হয়ে গেছে। এমনটা হয় গর্ভাবস্থায় পেটে আঘাত লাগলে।
বাচ্চা তার মাতৃগর্ভে ভ্রুন অবস্থা থাকাকালীন আরেকটি ভ্রুন আটকে যায় যা পরবর্তীতে বিকশিত না হয়ে দুটি পা বা একটি অবিকশিত শরীরের মত তার পেটে আটকে যায়।
©সায়েন্স বী