সাবান তৈরিতে যে ক্ষার ব্যবহার করা হয়, তার রঙ প্রধানত সাদা। সেই ক্ষারের সাথে বিভিন্ন রং মিক্স করে হরেক রঙের রঙিন সাবান প্রস্তুত করা হয়। কিন্তু পানিতে গোলানোর পর সেই রঙ আর থাকে না। মূলত সাবানে থাকা সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম স্টিয়ারেটের কারণেই তৈরি হয় সাবানের ফেনা। সাবান যখন গলে যায় তখন পানি, বাতাস আর সাবানের মিশ্রণে তৈরি হয় বুদবুদ। সাবানের ফেনা হল ছোট ছোট বুদবুদের সমষ্টি।
ফেনার মধ্যে আলো প্রবেশ করে তা নানা দিকে প্রতিফলিত হতে থাকে। তাই সাবানের ফেনাকে অনেক সময় পানির মতোই স্বচ্ছ লাগে। সাবানের ফেনা আলোর সবগুলো রঙকেই প্রতিফলিত করে, তাই আমরা ফেনার রঙ সাদা দেখি।
আবার অনেক সময় ফেনার কিছু অংশ বা বাবল গুলোয় আমরা বিভিন্ন রঙ বা রংধনু দেখতে পাই। তখন সে বাবল গুলো প্রিজমের মতো কাজ করে। সে সময়ে বাবল এর মধ্য দিয়ে আলোকরশ্মি একটা নির্দিষ্ট কোণে প্রতিসরিত হয়, ফলে আমরা সেই কোণ অনুযায়ী নির্দিষ্ট রঙ দেখতে পাই।
দেখে নিন: প্রিজমে ভিন্ন ভিন্ন রঙ কিভাবে দেখতে পাই?