ম্যাজিক বল গুলোর পর্দা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আর এর ফলে পানিতে রাখলে অভিস্রবণের কারণে সহজেই পানি ম্যাজিক বলে ঢুকে পড়ে।
আবার বলগুলো সুপার এবসরবেন্ট পলিমার দিয়ে গঠিত। যা স্থিতিস্থাপক গুণ বিশিষ্ট অর্থাৎ বলের প্রভাবে সহজেই আকৃতি পরিবর্তিত হয়। তাই যতই পানি ঢুকে ততই বড় হয়।