যাদুকররা শুধু যে যাদু দেখায় তা নয়, তারা রীতিমতো এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। যাদুকররা যাদুর সময় নানা রকম কথা বলেন, বিভিন্নভাবে হাতের খেলা দেখান ইত্যাদি অনেক কিছু। এসব বিষয়যেমন দ্রুত অনেক কার্ডকে সাজিয়ে ফেলা, একটা নাটকীয় মোড়, হঠাৎ করে কিছু একটা করা, বিভিন্ন কথাবার্তা বলে মনোযোগ ঘোরানো, এগুলো মানুষের ভালোই লাগে; মানুষ এগুলোতে বিনোদন পায়। মূলত এসব নাটকীয়তা দেখার জন্যই মানুষ যাদু দেখে।
আবার যাদুকররা তাদের বিভিন্ন কাজ, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে দর্শকদের মনোযোগ অন্য দিকে নিয়ে যায় এবং নতুন নতুন যাদু দিয়ে চমকে দেয়। যাদুকরদের নিত্য নতুন এসব ট্রিকস আপনার কাছে অবাস্তব মনে হলেও আপনি যেহেতু জানেন না যে এর পেছনে আসল কাহিনীটা কী, তাই আপনিও তাদের নিত্য নতুন কৌশলে বোকা বনে যান বা আশ্চর্য হন। আর মস্তিষ্ক এই আশ্চর্য হওয়াকে পছন্দ করে।
আমরা যেমন ভৌতিক মুভি দেখি, বা ভয়ংকর কোন স্টান দেখতে পছন্দ করি তেমনি যাদুতে করা বিভিন্ন বিপজ্জনক কাজগুলোকেও পছন্দ করি। মানুষ স্বাভাবিকভাবেই ভয় পেতে পছন্দ করে।
অর্থাৎ মানুষ যাদুকে অবিশ্বাস করা স্বত্ত্বেও যাদু দেখে যাদুকরদের নিত্য নতুন সব কাজ কারবার এবং একটা থ্রিলিং অনুভুতি পেতে।