মুখের ঘা অনেকেরই সাধারণ সমস্যা, এটিকে প্রায়ই অপুষ্টির লক্ষণ হিসেবে ধরা হয়। এর জন্য সাধারণত নির্দিষ্ট কোনো কারণ নেই। এরপরও কিছু বিষয় থাকে। যেমন : কারো যদি শরীরে ভিটামিনের ঘাটতি থাকে তাহলে মুখে ঘা হতে পারে। অনেক সময় আয়রনের বা জিংকের ঘাটতি থাকলে অথবা কারো যদি কোনো ধরনের রোগ থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস- এদের ঘা হতে পারে। মুখে বা জিহ্বায় ছত্রাক সংক্রমণের ফলেও ঘা হয় অনেক সময়, এক্ষেত্রে অনেক সময় আক্রান্ত স্থানে সাদা আস্তরণ পড়ে বা টকটকে লাল হয়ে যায়। এ ছাড়া মুখে যদি কারো সার্প টিথ (তীক্ষ্ণ কোনো দাঁতের অংশ) থাকে সেটির আঘাতে ক্ষত হতে পারে। আবার অতিরিক্ত শক্ত ব্রাশের ব্যবহার ও মুখে কৃত্রিম দাঁত থাকলে তা যথাযথ না হলেও মুখে ঘা হতে পারে। আর সবচেয়ে বেশি যেটি মারাত্মক, সেটি হলো মুখের ক্যানসার। মুখের ঘা এর যথাযথ চিকিৎসা না হলে বা ধূমপান, পান, জর্দা, সুপারি প্রভৃতি উপাদান গ্রহণ করতে থাকলে মুখের ঘা থেকে তা ক্যান্সারে রুপান্তরিত হবার সম্ভাবনা প্রবল।