একটানা এবং অনেকদিন যাবত পানিতে কাজ করলে, অর্থ্যাৎ আঙুল সব সময় আর্দ্র অবস্থায় থাকলে হাতে বা পায়ের আঙুলের চিপায় ঘা হতে পারে। এই ঘা প্রথমে সাদা দেখা গেলেও পরবর্তীতে এতে ইনফেকশন দেখা যায়, এবং কালো রঙ ধারণ করে এবং দুর্গন্ধ ছাড়ায়। এই রোগ অত্যন্ত সংক্রামক ও ছোয়াচে এবং সংক্রমণ মাত্রা বেশি হলে আঙুল নষ্ট হয়েও যেতে পারে। একে টিনিয়া পেডিস বলা হয়।
সাধারণত এক প্রকার ছত্রাকের আক্রমণের মাধ্যমে এই রোগ হয়। ছত্রাকনাশক বিভিন্ন পাউডার, ক্রিম, স্প্রে বা লোশন ব্যবহারে এই রোগ সেরে যায়। তবে, ডায়াবেটিস বা ইমিউন সিস্টেম দুর্বল হলে এই রোগ নিরাময় কঠিন হয়ে পড়ে, তাই এসব সমস্যা থাকলে রোগ লক্ষন প্রকাশ পাওয়ার সাথে সাথেই চিকিৎসা শুরু করা উচিত।
উপরিউক্ত কারণ ছাড়াও অনেক সময় ধরে অপরিচ্ছন্ন মোজা পরে থাকা, আটশাট জুটা বা গ্লাভস পরে থাকা, কর্দমাক্ত জায়গায় থাকা, এবং হাত পা শুষ্ক এবং পরিষ্কার না রাখার ফলেও এই রোগ হতে পারে। তাই এইসব কারণ এড়িয়ে চলা এবং হাত পা শুষ্ক ও পরিষ্কার রাখা উচিত।