Nishat Tasnim -
মশা দ্রুতবেগে পাখা নাড়ার শব্দটাই মশার গুনগুন শব্দ। স্ত্রী ও পুরুষ উভয় মশাই পাখা দিয়ে গুনগুন শব্দ করতে সক্ষম। মশা যখন আপনার দেহের আশেপাশে ঘুরে কামড় দেওয়ার জায়গা খুজে তখন যতবার আমাদের কানের কাছে মশা আসে ততবার আমরা গুনগুন শব্দ শুনতে পাই। এই তো গেলো সাধারণ ব্যাখ্যা। এক থিউরি মতে, মশা তাপ ও কার্বন-ডাইঅক্সাইড এর প্রতি আকৃষ্ট হয়। এই ধরনের মশাকে বলে Culex মশা। মানুষের নিশ্বাস এর সাথে কার্বন-ডাইঅক্সাইড ও তাপ দুটিই নির্গত হয়। এর সাহায্যে মশা মানুষকে খুঁজে বের করে এবং কামড় দেয়। তবে এটি এখনো প্রমাণিত নয়। তাছাড়া শরীরের অন্যান্য অংশ ঢাকা থাকলেও মুখ ঢাকা থাকেনা, তাই মশা সহজেই মুখে কামড় দিতে পারে। তখন মশার উপস্থিতির জন্য কানের কাছে গুনগুন শুনতে পাই। আরেকটি সম্ভাব্য কারণ হচ্ছে গন্ধ ও ঘাম। মানুষের কানের খইল ও ঘাম থেকে গন্ধ বের হয় তা মশাকে আকৃষ্ট করতে পারে।