So Ur Ov-
মানুষের ব্রেইনের বিশেষ কিছু গ্লান্ড কে সচল করতে বা আরো বেশি সক্রিয় করতে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সী দেয়া হয় এসব মিউজিক এ। অনেক কথা বা শব্দও থাকে এসব মিউজিকের মধ্যে যা আমাদের স্বাভাবিক শ্রবন ক্ষমতা বা চেতনা দিয়ে আমরা বুঝতে পারিনা।
কিন্তু, হতে পারে ব্যাকগ্রাউন্ড এ হাইপার সাউন্ড দিয়ে কিছু কথা বলা হয়েছে, সেটা হতে পারে মোটিভেশনাল বা পজিটিভ কিছু যেটা আপনার অবচেতন মন বুঝতে পারে, নিজের মধ্যে রেখে দেয়।
ধীরে ধীরে ওই সকল কমান্ড শুনে শুনে আপনার অবচেতন মন আপনাকে ওইদিকেই ধাবিত করে যে দিকটায় ওই কথাগুলো নির্দেশ করে। মানে আপনার ব্যাক্তিত্ব প্রভাবিত হবার সম্ভাবনা থাকে।
ভাল একটা ব্যাপার এটা। আর মস্তিস্কের উত্তেজনাও কমে যায়, মন স্থির হয়। এটা অনেকটা সেল্ফ হিপনোটিজম এর মতো।