সংশ্লিষ্ট DNA profile দ্বারা কোনো ব্যক্তিকে সনাক্ত করার কৌশলকে DNA পরীক্ষা বলে। একে DNA profiling বা Genetic fingerprinting ও বলা হয়।১৯৮৪ সালে ইংল্যান্ডে Sir Alec Jeffreys প্রথম ডিএনএ প্রোফাইলিং কৌশল প্রয়োগ করেন। বর্তমানে ফরেনসিক বিজ্ঞানী এ কৌশলটি প্রয়োগ করেন।
পৃথিবীতে ৯৯.৯৯% মানুষের DNA Profile স্বতন্ত্র। মানুষের রক্ত, মুখের লালা, বীর্য, চুলের কোষ ইত্যাদি থেকে DNA সংগ্রহ করে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা জীন নকশা বের করা হয়। এর মাধ্যমে সহজেই একজন মানুষকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব।
DNA পরীক্ষার মাধ্যমে সাধারণত অপরাধী সনাক্তকরণ, সন্তানের পিতৃত্ব নির্ধারণ, বিভিন্ন কাজে সঠিক ব্যক্তি চিহ্নিতকরণ ইত্যাদি করা হয়ে থাকে। বর্তমানে পৃথিবীর অনেক দেশে national DNA database রয়েছে।
.
Reference :
▪ প্রাত্যহিক জীবনে বিজ্ঞান
▪ Wikipedia