DNA কে বংশগতির ধারক ও বাহক বলার কারণ :
১. DNA দ্বারাই কোষ বিভাজনের সময় এক নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয় ।
২. DNA বংশগতির সর্বপ্রকার জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে ।
৩. কোনাে জীবের সব কোষে যেকোনাে ধরনের জৈবিক সংকেতের প্রেরক হচ্ছে DNA।
৪. DNA কোষের জন্য নির্দিষ্ট ধরনের প্রােটিন সংশ্লেষ করে ।