DNA এর জৈবিক তাৎপর্য:
DNA বংশগতি বিষয়ক বৈশিষ্ট্যাবলির ধারক ও বাহক। নিম্নলিখিত কারণগুলোর জন্যই DNA-কে বংশগতির ধারক ও বাহক বলা হয়।
■ DNA দ্বারা কোষ বিভাজনের সময় এক নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়।
■ DNA কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষ করে।
■ DNA বংশগতির সব ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে।
■ DNA এর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন ছাড়া এর কোন পরিবর্তন হয় না।
■ জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে DNA।
■ কোন কারণে DNA অণুর গঠনে কোন পরিবর্তন হলে পরিবৃত্তির উদ্ভব হয়। আর পরিবৃত্তি হলো বিবর্তনের মূল উপাদান।
■ জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া DNA কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাই DNA কে মাস্টার মলিকিউল বলা হয়।