Ubaeid Hasan-
পৃথিবীপৃষ্ঠ থেকে উপরে যাই ছুড়ুন না কেন, তার গতিবেগ 11. 2 কিমি/সেকেন্ডের কম হলে সেই বস্তুটি আবার নিচে ফিরে আসবে। তাই উপরে গুলি ছুড়লে সেটিও একটু পরে আবার নিচে ফিরে আসবে। 11.2 কিমি/সেকেন্ড - এই গতিবেগকে পৃথিবীর মুক্তিবেগ বা ইংরেজিতে Escape Velocity বলা হয়, অর্থাৎ যে গতিবেগে কোনো বস্তু আকাশের দিকে নিক্ষেপ করলে বস্তুটি আর ফিরে আসেনা, মহাকাশে বিলীন হয়ে যায়, সেই বেগকে সেই গ্রহ বা উপগ্রহের মুক্তিবেগ বলা হয়।
নিচে ফিরে আসার সময় গুলির গতিবেগ যথেষ্ট বেশি হয়, (বাতাসের ঘর্ষণ উপেক্ষা করলে, যে বেগে গুলি বন্দুক থেকে বেরোয় সেই বেগেই নিচে নেমে আসবে) এবং সেই বেগে মানুষের মাথায় পড়লে খুলি ফুটো করে ঢুকে যেতে পারে। তাই জনবসতি পূর্ণ এলাকায় উপরে গুলি ছোড়াও মারাত্নক ঝুঁকিপূর্ণ।
@রশিদ