Nishat Tasnim - স্নায়ুর ভিতর দিয়ে সংবহনকৃত কষ্টদায়ক অনুভুতিগুলো যখন আমাদের মস্তিস্কে পৌছায় তখন তাকে আমরা ব্যাথা বলি। আধুনিক বিজ্ঞানে ব্যাথা হচ্ছে এক ধরণের সংকেত যা আমাদের আমাদের শরীরে অবস্থিত কিছু রিসেপ্টর নামক স্নায়ু দ্বারা প্রবাহিত হয়ে আমাদের মস্তিস্ককে আলোড়িত করে এবং ব্যথার অনুভুতির জন্ম দেয়। ব্যাথার মূলে দায়ী এসব nociceptor। ল্যাটিন শব্দ nocer (নসার) মানে হল "আঘাত করা"। অর্থাৎ আঘাতের মাধ্যমে শরীরের কন টিস্যু ক্ষতিগ্রস্থ হলে এই স্নায়ুগুলো সক্রিয় হয়ে ওঠে এবং সাথে সাথে nociceptor গুলো সংকেত এর মাধ্যমে ব্রেনকে রিপোর্ট করে, ফলে ঐ ক্ষতিগ্রস্থ টিস্যু গুলো থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরিত হয়। nociceptor গুলো সাধারণত আমাদের ত্বক,সন্ধি, হাড় এবং ভিসেরিয়াতে থাকে। এদের অনেক প্রকারভেদ আছে। এদেরকে আমরা একত্রে পেইন রিসেপ্টর বলে থাকি। মূলত একেই ব্যাথার মুল কারণ বলে ধরা হয়।