Nishat Tasnim-
রাণী মৌমাছি যখন বৃদ্ধ হয় অর্থাৎ বৃদ্ধজনিত কারণে অকর্মণ্য হয়ে পড়লে বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় না থাকলে তখন সমস্ত কর্মী মৌমাছিরা তার পাশে এসে জড়ো হয় এবং ধীরে ধীরে তারা চাপ দিতে থাকে। রাণী মৌমাছি তাদের চাপ ও উত্তাপে মারা যায়। এই মৃত্যুকেই বলে ক্যাডেল ডেথ (মৃত্যু আলিংগন)।