Nishat Tasnim-
সাপ ও বেজি এমন দুইটি প্রাণী যারা একে ওপর কে দেখলে মনে করে সে আমাকে আক্রমণ করবে আর এজন্য তারা এরকম একে ওপরের ওপর আক্রমণাত্মক আচরন করে। অনেকে ভাবেন সাপ বেজিকে কামড় দিলে বেজির কিছু হয়না বা বেজি ঔষধি গাছের সন্ধান দেয়। এই ধারনা সম্পূর্ণ ভুল।
বেজি অত্যন্ত ক্ষিপ্র প্রাণি, সে সাপের চালচলন মনোযোগ দিয়ে লক্ষ্য করে এবং কামড় খাওয়ার আগেই নিজেকে সরিয়ে নেয়! এছাড়া বেজির গায়ে বড় বড় পিচ্ছিল লোম থাকায় সাপের দাঁত বেজির চামড়া পর্যন্ত পৌঁছায় না।
কিছু প্রজাতির বেজি ও প্রাণিতে সাপের বিষের প্রতিরোধ গড়ে উঠেছে, যেমন Honey Badger, হানি বেজার সাপের কামড় খাওয়ার পর গভীর ঘুমে আছন্ন হয়ে য়ায় এবং কয়েকঘন্টার মধ্যে বিষ প্রশমিত করে ফেলে।