Nishat Tasnim-
সাপের চামড়া নানা আকৃতির scale এর তৈরি। সাপের যখন দৈহিক বৃদ্ধি ঘটে তখন ত্বকের টানটান অনুভূতি দূর করার জন্য তারা খোলস বা চামড়া ছাড়ে। সাপের চামড়ায় Salmonella নামক ব্যাকটেরিয়া থাকে। Salmonella ব্যাকটেরিয়া মানবদেহে নানা রোগ সৃষ্টি করতে পারে। এই ব্যাকটেরিয়া সরাসরি সাপের থেকে ছড়ায় বা সাপের এমন ফেলে যাওয়া চামড়া বা খোলস থেকে ছড়ায়।