অ্যাপেনডিক্স হলো পরিপাকতন্ত্রের বৃহদান্ত্র নামক অংশের সিকামের সাথে সংযুক্ত একটি প্রলম্বিত অংশ।এটি ছোট নলাকার, আঙ্গুল সদৃশ অংশ।এটি একটি বদ্ধ ধরনের থলি বিশেষ।
অ্যাপেনডিক্স আমাদের শরীরের পরিপাককৃত খাদ্যমন্ড থেকে শোষণের মাধ্যমে মল উৎপন্ন করে দেহের বাইরে নিষ্ক্রান্ত করতে বিশেষ ভূমিকা পালন করে।