Fahimuzzaman Fahim-
প্রশ্নটা যদিও দারুণ, তবু একটা কথা বলা দরকার। পেশীতন্তু থাকলেই যে কোন অঙ্গ নাড়ানো যাবে, এইরকম কোন কথা নেই। কান ছাড়াও আমাদের দেহে কিছু কিছু অঙ্গ আছে, যেখানে পেশীতন্তু উপস্থিত, কিন্তু সেইগুলি ঐচ্ছিকভাবে নাড়ানো বা স্পন্দিত করা যায় না [জীববিজ্ঞানে এদের মধ্যে কিছু পেশীকে অনৈচ্ছিক পেশীও বলে, তবে সেটা অন্য ব্যাপার]।
আধুনিক মানবের মধ্যে কান নাড়ানো একটি ভেস্টিজিয়াল বৈশিষ্ট্য। সুদূর অতীতে আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই বৈশিষ্ট্য উপস্থিত ছিল। বর্তমানে সমগ্র মানব পপুলেশনের প্রায় ১০-২০ শতাংশ কান নাড়াতে পারেন।
আমাদের কানে অউরিকুলার(Auriculare) নামক কিছু পেশী সমষ্টিগতভাবে অবস্থান করে, যারা একসময় আমাদের কান নাড়াতে সাহায্য করত এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখনও করে। অউরিকুলার পেশী প্রধানত তিন ধরনের হয়, অউরিকুলারিস অ্যান্টেরিয়র(Auricularis Anterior) যা কানকে সামনের দিকে নাড়াতে সাহায্য করে; অউরিকুলারিস সুপিরিয়র(Auricularis Superior), যা কানকে ওপরের দিকে তুলতে সাহায্য করে আর অউরিকুলারিস পস্টেরিয়র(Auricularis Posterior), যা কানকে পিছিয়ে যেতে সাহায্য করে।
দীর্ঘকাল অব্যবহারের ফলে এই পেশীগুলি এখন ভেস্টিজিয়াল পেশীতে পরিণত হয়েছে। তবে কান নাড়ানোটা জিন-বাহিত বৈশিষ্ট্য কি না, বিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে অনেক দ্বিমত আছে। অনেকেই মনে করেন মানুষকে কান নাড়ানো শেখানো যায় প্রচুর অভ্যাসের মধ্য দিয়ে।