So Ur Ov-
পাতিহাঁস তা দেয় যদি অভ্যাস করানো হয়। বুনো হাস যেগুলো ওরা নিজেদের ডিম নিজেরাই ফুটিয়ে থাকে। মুরগির দরকার পড়েনা।
কিন্তু, ঘরে পালনকৃত হাঁস এটার প্রয়োজন বোধই করেনা। কেননা ডিম সম্পর্কে এরা অসচেতন হয়ে পড়ে অভ্যাসের কারণে। বেশিরভাগ সময়ই মালিক ডিমগুলো নিয়ে নেয়।
আর হাঁস তা দিতে সাধারনত ধৈর্যশীল কম হয়। মুরগির চেয়ে হাস তা দিলে বাচ্চা ফুটতে সময় বেশি লাগে।
তাই গৃহকর্তৃরা মুরগির নিচে দিয়ে দেয় হাসের ডিম যাতে তাড়াতাড়ি বাচ্চা ফোটে।