Nishat Tasnim-
ফিলিপাইনে এমন একটি পিঁপড়ার প্রজাতি আছে যা দেখে মন হয় এরা কাচের তৈরি। একে বলে Pirate Ant। এর বৈজ্ঞানিক নাম Cardiocondyla pirata। এদের শরীর পুরোপুরি সাদা। বিশেষজ্ঞদের মতে তাদের শরীরের কাচের মতো পিগমেন্ট আছে যার জন্য তাদেরকে এমন তেলতেলে দেখায়। পুরো পৃথিবীতে এমন পিগমেন্ট কোনো পিঁপড়ার মাঝে নেই। এরা সাধারণত রেইনফরেস্ট এর অন্ধকারে থাকে এবং এদের দৃষ্টিশক্তিও দুর্বল।