অগ্নিনির্বাপক সিলিন্ডারে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে আগুন নিভানোর ব্যবস্থা করা হয়। আমরা জানি, আগুন জ্বলা হচ্ছে দাহ্য পদার্থের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া। অগ্নিনির্বাপক সিলিন্ডারে ব্যবহৃত রাসায়নিক পদার্থ আগুনের উৎস থেকে অক্সিজেনকে বিদূরিত করে আগুন নিভাতে সাহায্য করে। এ কাজে অগ্নিনির্বাপক সিলিন্ডারে মনোঅ্যামোনিয়াম ফসফেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি ড্রাই কেমিক্যাল, পটাশিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম সাইট্রেট ইত্যাদি ভিজা কেমিক্যাল, ফোম, হ্যালন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি বিশেষ ব্যবস্থায় ব্যবহার করা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক পদার্থ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগুন নিভাতে সাহায্য করে।