অভিকর্ষ বল অর্থাৎ পৃথিবীর টান না থাকলে আগুনের শিখার আকৃতি হত গোল! অভিকর্ষ বল থাকলে শিখার কাছের বাতাস গরম হয়ে হালকা বাতাস উপরে উঠে যেত। কিন্তু অভিকর্ষ বল না থাকায় শিখারচারপাশের বাতাস হালকা হোক আর ভারি হোক সরে যেত না। ফলে চারপাশের বাতাসের কারণে শিখাটি গোল হয়ে জ্বলত।