Sauqlain Nabanna
ভুলে যাওয়া ভালো। তা না হলে ম্যামোরি ফুল হয়ে যেতো তখন ফরমেট দেয়া লাগতো। এজন্য আমাদের মস্তিষ্ক যেটা বেশি গুরুত্বপূর্ন মনেকরে ঐটা মনেরাখে বাকিগুলা ডিলেট করে দেয়। কোনটা গুরুত্বপূর্ন এইটা ঠিক করে বিষয়টা কয়বার চিন্তা করলেন বা কয়বার পড়লেন তার উপর ভিত্তি করে। পড়া ভুলে না যাইতে চাইলে তাই বারবার পড়তে হবে। ব্রেইনকে বোঝাতে হবেযে এইটা গুরুত্বপূর্ন।