Nishat Tasnim
এগুলো আর্থোপ্রোডা পর্বের centipede। আঞ্চলিক ভাষায় একে আমরা ‘চ্যালা’ কিংবা ‘দুমুখো সাপ’ বলেই চিনি। এরা কয়েক মিলিমিটার থেকে কয়েক ইঞ্চি পর্যন্ত হতে পারে। সবচেয়ে বড় centipede হচ্ছে ১২ ইঞ্চি। এদের প্রায় ৩০ থেকে ৩০০ টি পা থাকতে পারে।
বেশিরভাগ সেন্টিপিড ই বিষাক্ত হয়। সাধারণত এদের কামড়ে প্রচণ্ড ব্যাথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, ব্যথা হওয়া, বমি বমি ভাব, সারাদেহে চুলকানি হতে পারে। কখনো কামড়ের স্থান অবশ হয়ে যায়। তবে বেশি বিষাক্ত সেন্টিপিডের কামড়ে তাৎক্ষণিক মৃত্যুও হতে পারে। তবে এই অতি বিষাক্ত সেন্টিপিড গুলো খুব একটা সহজলভ্য নয়।