Nishat Tasnim
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ বছর ধরে বন্ধ রয়েছে ‘বোস প্রফেসরশিপ’, যা বোস চেয়ার নামে পরিচিত। পদার্থবিজ্ঞানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নামে এ পদটি সৃষ্টি হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, শিক্ষকদের মতানৈক্যের কারণে কিছুদিন ধরে কাউকে এ পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সাবেক সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক বার বিভাগের সমন্বয় ও উন্নয়ন কমিটিতে আলোচনা হয়েছে। কিন্তু কাকে এ পদে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে শিক্ষকদের মতৈক্য না হওয়ায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।’
বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ ও অবসরপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, মূলত ব্যক্তিগত রেষারেষির কারণে এ পদের মনোনয়ন বারবার থমকে গেছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যেন বোস ১৯২১ সালে সদ্য প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রিডার’(বর্তমানে সহযোগী অধ্যাপক) হিসেবে যোগ দেন। পরে ১৯২৭ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিনি বিভাগীয় চেয়ারম্যান এবং পাশাপাশি ১৯২৭ থেকে ১৯৪১ সাল পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকার সময়েই সত্যেন বোস তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য গবেষণা কাজগুলো করেন। ১৯২৪ সালে মৌলিক কণার এক পরিসংখ্যান তত্ত্ব আবিষ্কার করেছিলেন তিনি। এ জন্য তাঁর সম্মানে ওই কণার নাম হয় বোসন। পরবর্তী সময়ে তাঁর ওই গবেষণা ‘বোস আইনস্টাইন পরিসংখ্যান’ নামে বিশ্বখ্যাত হয়ে ওঠে। ৪ জুলাই ইউরোপীয় গবেষণা সংস্থা সার্নের বিজ্ঞানীরা ঈশ্বর কণা হিসেবে পরিচিত যে হিগস বোসন কণার অস্তিত্ব নিশ্চিত হওয়ার আলোড়ন তোলা ঘোষণা দিয়েছেন, সেই কণা ওই পরিসংখ্যান মেনে চলে।
খ্যাতনামা এই বিজ্ঞানীর স্মরণে ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ‘বোস প্রফেসর’-এর পদ অনুমোদন করে। পদার্থবিজ্ঞানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিন বছর মেয়াদে একজন গবেষককে মনোনয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর মেয়াদ দুই বছর বাড়ানোর ব্যবস্থা রাখা হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক উপাচার্য আবদুল মতিন ১৯৭৪ সালে প্রথম বোস প্রফেসর হিসেবে মনোনয়ন পান। ১৯৮১ সালে মৃত্যুর আগপর্যন্ত তিনি এ পদে ছিলেন। এরপর ১৯৮৪ সালের ২৮ মার্চ তিন বছরের জন্য বোস প্রফেসর হন এম এ এম মুহাতাশাম হোসেন। পরে দুই বছরের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়। ১৯৮৯ সালের ২৭ মার্চ মুহাতাশাম হোসেনের মেয়াদ শেষ হওয়ার পরদিনই নিয়োগ দেওয়া হয় অধ্যাপক এম হারুনুর রশিদ খানকে। পরবর্তী সময়ে তাঁর এলপিআরের পর ১৯৯৩ সালের ৩০ জুন থেকে মেয়াদ দুই বছর বাড়ানো হয়। ১৯৯৫ সালের ৩০ ডিসেম্বর হারুনুর রশিদ খানের মেয়াদ শেষ হয়। এর পর থেকে এখন পর্যন্ত আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি।