আপনাকে যদি কখনো দুইটি অপশন দেওয়া হয় যে, সুখী নাহয় দুঃখী তাহলে আপনি কোনটা বেছে নিবেন? অবশ্যই সুখী, সবাই সুখী হতেই চায়। বাস্তব জীবনে আমরা সবাই সবসময় সুখই খুজি কিন্তু মাঝপথে দুঃখের সাথে দেখা হয়ে যায়। না চাইতেও আমাদের জীবন দুঃখে ভরে যায়। কিন্তু কল্পনার জগতে আপনি যা চাইবেন তা-ই পাবেন। আর আপনার চাওয়াই হলো সুখ, এজন্য আপনার কল্পনার জগতটাও দুঃখের বদলে সুখ দিয়ে সাজাবেন এটাই স্বাভাবিক। দুঃখ-কষ্ট তো কেউ শখ করে নেয় না বা পায় না। সুখ আর দুঃখ এর মধ্যে যেকোনো একটা বেছে নিতে বলা হলে কেউ কি কখনো বলবে আমি দুঃখ চাই?
বাস্তব জীবনে মানুষ যা চায়, যা হতে চায় তা-ই মানুষ কল্পনা করে। প্রত্যেকটা মানুষই মনে করে তার মতো দুঃখ-কষ্ট আর কারও জীবনেই নাই। এজন্যই আমরা সবাই অসুখী, কিন্তু আমরা এটা চিন্তা করি না আমার থেকেও অনেক দুঃখী মানুষ আছে। যাইহোক বাস্তব জীবনকে আমি আমার নিজের মতো করে সাজাতে না পারলেও কিন্তু কল্পনার জীবনটাকে আমি আমার মতো করে বানাতে পারবো। এখানে কোনো বাউন্ডারি নাই। আমার যা ইচ্ছা তা-ই করতে পারবো, যেভাবে চাই সেভাবেই করতে পারবো। তাই আমি বাস্তব জীবনে যা পাই নি, যা চাই, যা হতে চাই সেগুলো আমার কল্পনার জগতে থাকুক আমি তো এটাই চাইবো। বাস্তব জীবনে আমার জীবন দুঃখে ভরা থাকলেও আমার কল্পনার দুনিয়ায় যেন আমি সবার থেকে সুখি মানুষ থাকি।
Abdullah Al Masud
Team Science Bee