সাধারণত মস্তিষ্কের বাম অংশটি ডান অংশের উপর কর্তৃত্বশীল। এক্ষেত্রে মস্তিষ্ক থেকে নেমে আসা স্নায়ু ঘাড়ের কাছে এসে বাম থেকে শরীরের ডান অংশে চলে গেলে মানুষ ডান-হাতি হয়। আর ডান অংশটি বাম অংশের উপর কর্তৃত্বশীল এবং উক্ত স্নায়ু বাম অংশে চলে গেলে মানুষ বাঁ-হাতি হয়।