হ্যাঁ, পানিতে সত্যিই অক্সিজেন থাকে। তবে এটি পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, যাকে বলে "dissolved oxygen" (দ্রবীভূত অক্সিজেন)। মাছসহ জলজ প্রাণীরা এই অক্সিজেন ব্যবহার করে শ্বাস নেয়। তবে মানুষ এই অক্সিজেন ব্যবহার করে পানির নিচে শ্বাস নিতে পারে না।
কারন, মানুষের শ্বাসপ্রশ্বাস ব্যবস্থায় বাতাসে থাকা অক্সিজেন সরাসরি ফুসফুসের মাধ্যমে রক্তে প্রবেশ করে। কিন্তু পানিতে থাকা অক্সিজেন এতটা কম ঘনত্বে থাকে যে তা ফুসফুস দিয়ে গ্রহণ করা সম্ভব নয়। এছাড়া, ফুসফুসে পানি প্রবেশ করলে তা শ্বাসনালী বন্ধ করে দিতে পারে, ফলে দম বন্ধ হয়ে যেতে পারে।
অন্যদিকে, মাছের গিলস বা ফুলকা বিশেষভাবে গঠিত, যা পানির মধ্যেই দ্রবীভূত অক্সিজেন ছেঁকে নিয়ে রক্তে পৌঁছে দিতে পারে। কিন্তু মানুষের দেহে এমন কোনো অঙ্গ নেই। আর এমনিতেও মানুষের ফুসফুস সরাসরি পানি থেকে অক্সিজেন গ্রহণের জন্য গঠনগতভাবে তৈরি নয়।