পৃথিবীর ভেতরে রয়েছে বিশাল ভর (mass)। এই ভর থেকেই তৈরি হয় মাধ্যাকর্ষণ শক্তি (gravity), যা পৃথিবীর কেন্দ্রে সব কিছু টেনে ধরে রাখে। এই টানার ফলে পৃথিবীর যেকোনো জায়গায় থাকলেও, আমাদেরর শরীর নিচের দিকে টান অনুভব করে, আর সেই "নিচ" মানে পৃথিবীর কেন্দ্রের দিক। অর্থাৎ, আমরা উপরে না নিচে আছি তা নির্ভর করে না আমরা কোন দিক মুখ করে আছি।
আমরা যেভাবে পৃথিবীকে দেখি, তা আসলে আমাদের মাথার ভেতরের ধারণা। আমরা ভাবি, উপর মানে আকাশ, নিচ মানে মাটি। কিন্তু এটা নির্ভর করে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তার ওপর। উদাহরণস্বরূপ, আমি যদি বাংলাদেশে দাঁড়াই, আর কেউ যদি ঠিক বিপরীত দিকে, যেমন: ব্রাজিলে দাঁড়ায়, তাহলে তাকে আমাদের দিক থেকে দেখলে সে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে নিজে অনুভব করছে যে সে ঠিকঠাক দাঁড়িয়ে আছে, কারণ তার পায়ের দিকেই পৃথিবীর কেন্দ্র, এবং মাধ্যাকর্ষণ তার শরীরকে ঠিক তেমনভাবেই টেনে রাখছে যেমন আমাদেরটাও টানে।