বিজ্ঞানী গ্যালিলিও প্রচার করতে লাগলেন "সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী ঘুরে, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে না"।
বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ( ১৪৭৩-১৫৪৩ ) এই মডেল আরও আগে দিয়ে যান কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও যখন এই মডেলের প্রতি তার নিজের সমর্থন জানান এবং প্রচার করেন।
তখন তৎকালীন রোমান ক্যাথলিক চার্চের দ্বারা তার শাস্তির ব্যবস্থা করা হয় কারণ এটি ছিল ক্যাথলিকদের ধর্ম বিরোধী। তাদের কথা অনুযায়ী, "পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে"। আর এতেই সমস্যার সৃষ্টি হয়।
তখন গ্যালিলিওর বয়স ছিল ৭০ এর কাছাকাছি। খ্রিস্টধর্মের পোপের আদালতে তাই তাকে স্বীকার করতে হল, পৃথিবী নয়, সূর্যই ঘোরে! এমনি এমনিই তিনি স্বীকার করেননি, অনেক অত্যাচার আর মৃত্যুর হুমকি দেয়ার পরই তিনি স্বীকার করেছেন।
কিন্তু এতেও তাকে ছাড় দেয়া হল না বাকিটা জীবন তাকে গৃহবন্দী হয়ে থাকতে হবে!
আদালত থেকে বেরিয়ে আসলেন, আসার পরই নিজের মুখের এক চিলতে হাসি। অস্ফুট স্বরে বলে উঠলেন,
"Eppur si muove"
যার বাংলা অর্থ, "পৃথিবীটা তবুও ঘুরছে" !!!
মৃত্যুদণ্ড দেয়া হয় নি তবে গ্যালিলিওর মৃত্যু হয়েছিল সেই গৃহবন্দীর সাজার সময়েই।