মায়োপিয়া (Myopia) কেন হয়?
মায়োপিয়া মানে হলো কাছের জিনিস ঠিকঠাক দেখা যায়, কিন্তু দূরের জিনিস ঝাপসা লাগে।
মায়োপিয়ার কারণ?
১.চোখের পুতলি বা গঠন লম্বা হয়ে যায়।আমরা এখন সারাদিন মোবাইল, ল্যাপটপ, বই সবকিছু কাছ থেকে দেখি।
২.চোখের পেশি সব সময় “কাছের জিনিস” দেখতে অভ্যস্ত হয়ে যায়।
৩. এই কারণেই এখনকার তরুণদের মধ্যে মায়োপিয়া বেশি দেখা যায়।
হাইপারোপিয়া (Hyperopia) কেন হয়?
হাইপারোপিয়া বা দূরদৃষ্টি হলে দূরের জিনিস দেখা যায়, কিন্তু কাছের জিনিস ঝাপসা লাগে।
হাইপারোপিয়ার কারণ?
১.বয়স বাড়লে চোখের ভেতরের লেন্স আর আগের মতো নমনীয় থাকে না।
২.লেন্স ঠিকভাবে ফোকাস করতে পারে না, তাই কাছে কিছু ধরলে তা স্পষ্ট দেখা যায় না।
৩.এটা বয়স বাড়ার একদম স্বাভাবিক ব্যাপার, একে বলে “প্রেসবায়োপিয়া”।
এক কথায় বুঝলে:
১.তরুণরা বেশি সময় মোবাইল-কম্পিউটারে কাটায়, তাই মায়োপিয়া বেশি হয়।
২.বয়স্কদের চোখ দুর্বল হয়ে যায়, তাই হাইপারোপিয়া বেশি হয়।
লেখা: Kazi Muzahid