ধরো, তুমি একটা বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে বৃত্তের পরিধির দুটো বিন্দুতে দুটো সরলরেখা টেনেছো। এই দুটো সরলরেখা এবং বৃত্তের যে অংশটা দ্বারা তৈরি হয়, তাকে বলে কোণ।
এখন, যদি তুমি দেখো, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির সব বিন্দুতে সমান দূরত্বে থাকে। তাই, তুমি যদি একই কেন্দ্র থেকে একই দৈর্ঘ্যের দুটো সরলরেখা টেনে বৃত্তের পরিধির দুটো বিন্দুতে স্পর্শ করো, তাহলে এই দুটো সরলরেখা এবং বৃত্তের যে অংশটা দ্বারা তৈরি হয়, সেই কোণগুলো সব সময় একই রকম হবে।
আর, জ্যামিতিতে বলা আছে, একই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যেকোনো দুটো বিন্দুতে টানা সরলরেখা দ্বারা তৈরি কোণের মান ৬০°।
সহজ কথায়, বৃত্তের সমান বৃত্তচাপ নিয়ে কোণ আঁকলে কোণের মান সব সময় ৬০° হয় কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির সব বিন্দু সমান দূরত্বে থাকে।
আরও সহজভাবে বুঝতে হলে, তুমি একটা কাগজের উপর একটা বৃত্ত আঁকো। তারপর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যেকোনো তিনটে বিন্দুতে তিনটে সরলরেখা টেনে কোণ তৈরি করো। দেখবে, তিনটে কোণই একই রকম হবে।
এইভাবে বোঝা যায় যে, সমান বৃত্তচাপ নিয়ে কোণ আঁকলে কোণের মান সব সময় ৬০° হয়।