কমবেশি সকল বস্তুই আলো প্রতিফলন করে যার কারণে আমরা সে বস্তু দেখতে পাই। চাঁদের পৃষ্ঠ সিলিকনসহ বিভিন্ন ধাতু দ্বারা তৈরী পদার্থ দিয়ে গঠিত। চাঁদের পৃষ্ঠ কালচে ধূসর রঙের যার কারণে বেশিরভাগ সূর্যের আলোই শোষণ করে নেয়। বাকি ৩ থেকে ১২ শতাংশ আলো প্রতিফলন করে।