আমি যদি টর্চের আলো আকাশের দিকে তাক করি তাহলে এই আলো কি চলেতে চলতে চাঁদে পৌঁছাবে? উত্তর হ্যাঁ, আবার উত্তর নাও৷ যখন আমরা টর্চ লাইট জ্বালাবো তখন আলো মোচক আকার ধারণ করে ফোটন নির্গত করে। যেহেতু আমাদের বায়ুমন্ডলে অসংখ্য গ্যাস ও ধুলিক্ণা আছে তাই বেশির ভাগ ফোটনই পৃথিবীর বাইরে যেতে পারেনা। কিন্তু যদি কিছু পরিমাণ বাইরে যেতে পারে এবং কোনো কিছুর সাথে বাধাপ্রাপ্ত না হয় তবে এটি চলতেই থাকবে। অর্থাৎ বাধাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত এর অতিক্রান্ত দুরত্ব অসীম হবে অসীম। সাইন্স বী
আচ্ছা তাহলে চাঁদ থেকে কী আমরা টর্চের আলো দেখতে পারবো?
যদি পৃথিবীর বায়ুমন্ডলকে সাময়িক সময়ের জন্য আমরা গণনা না করি তাহলে টর্চের সব ফোটনই পৃথিবীর বাইরে আসতে পারবে৷ কিন্তু যেহেতু মোচক আকারে ফোটন নির্গত হয় তাই চাঁদে পৌঁছাতে পৌঁছাতে ফোটনগুলোর মাঝে দুরত্ব অনেক বেশি হয়ে যায়। তাই চাঁদে আমাদের চোখে খুব কম সংখ্যক ফোটন এসে পৌঁছাবে৷ বাকি গুলো পাশ কাটিয়ে চলে যাবে। ফলে আমাদের খালি চোখে ওই টর্চের আলো দেখা আসলেই সম্ভব না৷ তবে টেলিস্কোপ ব্যবহার করলে আমরা অবশ্যই টর্চের আলো দেখতে পাবো। অথবা আমাদের চোঁখের আকার হতে হবে অনেক বড়। আরো একটি উপায় আছে তা হল বিশাল বড় টর্চ লাইট ব্যবহার করা।
ক্রেডিট : Science Bee