206 টি দেশ রয়েছে।
এদের মধ্যে 193টি জাতি সংঘের সদস্য রাষ্ট্র এবং দুটি পর্যবেক্ষক রাষ্ট্র।বাকি 11টি রাষ্ট্র জাতিসংঘের সদস্য নয়।
206টি রাষ্ট্রের মধ্যে 190টি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব বা ঝামেলা না থাকলেও বাকি 16টি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
যেমন ইসরায়েল ও প্যালেস্টাইন এর মধ্যে সার্বভৌমত্ব নিয়ে ঝামেলা রয়েছে,উভয়ে উভয়ের দ্বারা স্বীকৃত নয়।এদের মধ্যে ইসরায়েল জাতি সংঘের সদস্য রাষ্ট্র হলেও প্যালেস্টাইন শুধুমাত্র পর্যবেক্ষক রাষ্ট্র।
জাতিসংঘের তথ্য অনুযায়ী 195 টি স্বাধীন দেশ রয়েছে।তার মধ্যে 193 টি তাদের সদস্য। বাকি দুটি সদস্য নয়। আরও 6টি দেশ আছে যাদের আংশিক স্বীকৃতি রয়েছে। তাহলে মোট হল 206 টি। আবার ফিফা অনুযায়ী 211 টি দেশ আছে। ISO Standard এর দেশের কোডের তালিকায় মোট 249 টি দেশের কোড দেওয়া আছে।
কাজেই নির্দিষ্ট করে তখনই বলা সম্ভব যদি আপনি বিশেষ কোন কিছুর ভিত্তিতে দেশের তালিকাটি চান।