প্রাণীজগতে সবচেয়ে কম ঘুমানো প্রাণী হলো আফ্রিকান স্লথ (African sloth)। এরা দিনে মাত্র 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। বাকি সময় এরা খাবার খায়, বিশ্রাম নেয়, এবং শিকারি প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকে।
স্লথের কম ঘুমানোর কারণ হলো এদের খাদ্যাভ্যাস। স্লথরা গাছের পাতা ও ডালপালা খায়, যাতে খুব কম ক্যালোরি থাকে। তাই এদের বেশি ঘুমের দরকার হয় না। এছাড়াও, স্লথের শরীরের তাপমাত্রা মানুষের তুলনায় অনেক কম থাকে, যার কারণে এদের কম ঘুমের দরকার হয়।
স্লথ ছাড়াও আরও কিছু প্রাণী আছে যেগুলো খুব কম ঘুমায়। যেমন, জিরাফ দিনে মাত্র 5 থেকে 30 মিনিট ঘুমায়। সিংহ দিনে 10 থেকে 15 ঘন্টা ঘুমায়, তবে প্রয়োজনে কম ঘুমিয়েও দিব্যি সুস্থ থাকে।
আশা করি উত্তরটি পেয়েছেন। আপনার যদি কোনো ফিরতি প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। যদি আমার জানা থাকে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ!