ওয়ার্মহোল হচ্ছে স্থান-কালের একটি টপোলজিকাল বৈশিষ্ট্য যা মৌলিকভাবে মহাবিশ্বের দুই প্রান্ত বা দুই মহাবিশ্বের মধ্যে স্থান-কালের ক্ষুদ্র সুড়ঙ্গপথ বা "শর্টকাট"। যদিও গবেষকরা এখনো ওয়ার্মহোল পর্যবেক্ষণ করতে পারেননি তবে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরনে এর বাস্তব সমাধান রয়েছে, কারণ এর তাত্ত্বিক শক্তি খুব জোরালো।