বিজ্ঞান শিক্ষা ছাড়া বিজ্ঞানমনস্ক জাতি গঠন সম্ভব তখনই যখন এতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে এবং তাতে থাকে ধর্মানুভূতির জ্ঞান অনুশীলন, গবেষণা ও চর্চা। এর জন্য একটি স্বতন্ত্র্য বিভাগ-দফতর থাকা চাই। কান টান দিলে যেমন মাথা এসে যায়, এ পদ্ধতিতে কোরআনের হিকমাত বা জ্ঞান-গবেষণা দ্বারা বিজ্ঞানমনস্ক জাতি গঠন সম্ভব। সনাতন গীতাও একটি বিজ্ঞানমনস্ক ধর্মীয় গ্রন্থ। এর মানে প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ধর্মীয় জ্ঞান-গবেষণা চর্চা দ্বারা বিজ্ঞানমনস্ক ব্যক্তি ও জাতি গঠন সম্ভব। আবার যারা গড গিফটেড মেরিটরিয়াস পার্সন তাদের বিষয়টিও এখানে বিবেচ্য। জগতে এরূপ অনেক বিজ্ঞানী আছেন যাদের বিজ্ঞান শিক্ষায় প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি সনদ নেই; অথচ তারা তাদের আবিষ্কার কর্ম দ্বারা জগতকে ঋণী করে গেছেন, যাচ্ছেনেএবং যাবেনও হয়তো।