ক্যামেরার রেজুলেশনের কারণে এমনটা হয়ে থাকে।ছবি যদি বেশি মেগাপিগজেল হয় তখন ফেসবুক লাইট ব্রাউজার তা আপলোড দেওয়ার সময় লোড নিতে থাকে একটু বেশি সময় ধরে। অতিরিক্ত মেগাপিগজেলের ছবি আপলোড করলে তখন তা অটোমেটিক Resize হয়ে ছবির এমবি কমিয়ে আনে ফলে ছবি ফেটে বা নষ্ট হয়ে যায়। তাই আপনি উন্নত ব্রাউজার বেছে নিন যেমন- UC Browser Fast Downloader, Google Chrome ব্রাউজার ইত্যাদি। আশা করি এ সকল ব্রাউজারে এমনটা হবে না।
ফেসবুক অ্যাপ থেকে আপলোড দিলে setting and privacy নামক একটি অপশন পাবেন সেইটার উপরে ক্লিক করে দিবেন।
তারপর দেখেতে পারবেন সেটিং অপশন সেটার উপর একটি ক্লিক দিবেন। দেওয়ার পর একদম নিচে চলে যাবেন এবং দেখতে পারবেন। Media and contacts নামক একটি অপশন পাবেন সেটার উপর ক্লিক করে দিবেন।
তারপর দেখতে পারবেন upload photos in HD নামক একটি অপশন পাবেন।।সেইটা অফ করা থাকলে অন করে দিবেন।