ফ্যান্থমফরেস্ট ডটকমের তথ্য অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ গাছ অন্তত ১৮ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করতে পারে। (উল্লেখ্য যে , প্রতি মিনিটে নিশ্বাসের মাধ্যমে একজন পূর্ণবয়স্ক মানুষ ৭ থেকে ৮ লিটার বাতাস নেন। সে হিসাবে ২৪ ঘণ্টায় আনুমানিক ১১ হাজার লিটার বায়ু সেবন করে থাকে একজন মানুষ। এর মধ্য থেকে ফুসফুস কেবল ৫ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন ছেঁকে নেয় এবং হৃৎপিণ্ডের স্পন্দনের মাধ্যমে তা রক্তে মিশে যায়। এই হিসাবে একজনের প্রতিদিন প্রয়োজন হয় ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেন।)