এর কারণ হচ্ছে গ্র্যাভিটি।
ভরযুক্ত যেকোনো বস্তু স্পেসকে বক্র করে দেয়, যাকে আমরা গ্র্যাভিটি বলে চিনি। সূর্য স্পেসকে উপরের ছবির মতো বক্র করায় সৌরজগতের ভেতর দিয়ে ভ্রমণ করা বস্তুগুলো এই বক্রতায় আটকা পড়ে এবং ঘুরতে থাকে।
যখন আউটার স্পেস থেকে কোনো বস্তু সৌরজগতে প্রবেশ করে, যদি সেটি সূর্যের যথেষ্ট কাছে চলে আসে বা সূর্যের গ্র্যাভিটির আওতা থেকে বের হওয়ার মতো যথেষ্ট গতি না থাকে তখন এটি সূর্যের চারপাশে ঘুরপাক খেতে থাকে এবং একসময় সূর্যে পতিত হয়। আর যদি বস্তুটির যথেষ্ট গতি থাকে এই আকর্ষণ থেকে বের হওয়ার বা নিরাপদ দূরত্ব বজায় রাখে সূর্য থেকে, সেক্ষেত্রে এটি সৌরজগতের বাইরে চলে যেতে পারে আবার।