বাতাস মূলত ৭৮% নাইট্রোজেন, ২১% অক্সিজেন, ১% জলীয় বাষ্প ও অন্যান্য উপাদান নিয়ে গঠিত।
এখন প্রশ্ন হচ্ছে পৃথিবিতে বাতাস কিভাবে আছে?
এর কারন পৃথিবির মধ্যাকর্ষন বল। এই মধ্যাকর্ষন বল পৃথিবির বায়ু মন্ডল কে ধরে রেখেছে। চাদের অভিকর্ষ বল এতই কম যে চাদের বায়ুমন্ডল মহাশুন্যে বিলিন হয়ে গেছে। অন্যান্য অনেক গ্রহেই বায়ুমন্ডল আছে কিন্তু তা মানবদেহের জন্য বিষাক্ত।
আমরা কিভাবে বাতাসের অস্তিত্ব টের পাই?
এর মুলে রয়েছে বায়ু প্রবাহ। বাতাস যখন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় ঠিক তখনি আমরা বাতাসের উপস্থিতি টের পাই।
বাতাস কেন প্রবাহিত হয়?
অনেক গুলো ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন তাপমাত্রা, জলীয় বাষ্পের উপস্থিতি, চাপ ইত্যাদির কারনে এক জায়গা থেকে অন্য জায়গার বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়। এবং বায়ু উচ্চ চাপ এলাকা থেকে নিম্ন চাপের এলাকায় প্রবাহিত হয়।