মানুষের ত্বকে প্রায় এক হাজার প্রজাতির ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু থাকে, যাকে সমষ্টিগতভাবে ত্বকের মাইক্রোবায়োম(skin microbiome) বলা হয়। এর মধ্যে অনেকগুলো আছে যারা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
ত্বকের উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকারক জীবাণুর বৃদ্ধি রোধ করে। গবেষণায় আরও দেখা গেছে যে কিছু ত্বকের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইমিউন সিস্টেমের সাথে যোগাযোগ করে। ধারণা করা হয় স্বাস্থ্যকর ত্বকের স্বাভাবিক রক্ষণাবেক্ষণে ব্যাকটেরিয়া বিশেষ ভূমিকা পালন করতে পারে।
ত্বকের অবস্থার উপর নির্ভর করে, নির্দিষ্ট কিছু উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে। অতিরিক্ত ক্লিনজার ব্যাবহার, ক্ষতিকর রাসায়নিক পদার্থ যুক্ত ক্লিনজার ত্বকের উপকারী ব্যাক্টেরিয়াগুলো কে মেরে ফেলে এর ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় যা সেবাসিয়াস গ্রন্থিগুলো কে অতিরিক্ত সিবাম তৈরি করতে নির্দেশ দেয়। ফলে ত্বক আরও তৈলাক্ত হয়ে যায় ও ক্ষতিকর ব্যাক্টেরিয়া সহজে বাসা বাঁধে।
সোর্স: National Institute of Health(America)