আমরা দুশ্চিন্তা করলে কিংবা কষ্ট পেলে বুকের ভেতর একটা শিরশিরানি কিংবা ব্যাথা অনুভব হয়। যা সাধারণত মানুষিক চাপ ও বিষন্নতা থেকে হয়ে থাকে।
দুশ্চিন্তা হলে বুকে ব্যথা হওয়ার কিছু কারণ হলো:
বিভিন্ন ভাবে প্যানিক অ্যাটাকের কারণে বুকে ব্যথা হয় কেননা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যায়, যাকে করোনারি স্প্যাজম বা ইসকেমিয়া বলা হয়। এটি হঠাৎ মানুষিক চাপের সম্মুখীন হলে হয়ে থাকে।
উদ্বেগ অস্থিরতার কারণে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম বা খাদ্যনালীতে খিঁচুনি হয় যা বুকে ব্যথার আরেকটি কারণ। এটি হাইপারভেন্টিলেশন (দ্রুত শ্বাস-প্রশ্বাস) এর কারণেও হতে পারে, যা হৃদপিণ্ডের দেয়ালের পেশীগুলিকে টানটান করে ফেলে।
বিষন্নতার সময় cingulate cortex vagus nerve কাজের গতি বাড়িয়ে দেয়। যার ফলে মাথায়, গলায় ও বুকে শিরশির অনুভব হয়।
এই কারণগুলির সংমিশ্রণের ফল করোনারি ধমনীর পেশীবহুল প্রাচীরের সংকোচন হয় ও বুকে চিনিচিনে অনুভূতি হয়।
সোর্স: healthline