Nishat Tasnim-
মাইন্ড রিডিং বা থট রিডিং যদি সত্যিই সম্ভব হয় সেক্ষেত্রে বলতে পারেন সম্পূর্ণ দুনিয়াই পরিবর্তন হয়ে যাবে। আমরা যেভাবে চলি, যেভাবে কাজ করি, যে দৃষ্টিতে পৃথিবীকে দেখি — প্রত্যেকটি অ্যাস্পেক্ট আবার নতুন করে ডিস্কভার করার প্রয়োজন পড়বে। যখন আপনি সামনের মানুষের মন পড়ে ফেলতে পারবেন, তখন আর কিছুই আগের মতো থাকবে না। এর সুবিধা ও অসুবিধা দুটোই তৈরি হবে, কিন্তু আমার মনে হয় না মানব সভ্যতা ঠিকে রাখা সম্ভব হবে। যাই হোক আর্টিকেলটির শেষ পর্যন্ত সকল পয়েন্ট গুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করবো। এই প্যারাগ্রাফ গুলোতে প্রথমে এর সুবিধা নিয়ে আলোচনা করা যাক।
মানুষের মন পড়া সম্ভব হয়ে গেলে সবচাইতে বড় ফাঁসা ফাঁসবে ক্রিমিন্যালরা। অনেক ক্রিমিন্যালরা তাদের বয়ানের উপর এতোটায় অটুট থাকে যে কোনভাবেই তাদের কাছ থেকে তাদের অপরাধ স্বীকার করানো যায় না। আর এর ফলে অনেক বড় বড় অপরাধী আইনের ফাঁক দিয়ে সাজা পাওয়া থেকে বেঁচে যায় ফলে ন্যায় বিচার কায়েম করা সম্ভব হয় না। যখন সরাসরি অপরাধীদের মন পড়ে ফেলা যাবে সেক্ষেত্রে তারা আর কিছুই লুকিয়ে রাখতে পারবে না, সবকিছু পরিস্কার হয়ে যাবে এবং সহজেই তাদের সাঁজা শুনানো সম্ভব হবে। অনেক খুনের কেস বছরের পর বছর ধরে আদালতে পরে থাকে সাক্ষী প্রমাণের অভাবে, সেগুলো কয়েক মিনিটের মধ্যেই সল্ভ করে ফেলা সম্ভব হবে। হ্যাঁ, অনেক উকিল তাদের জব হারাবে, কিন্তু কোন কিছুতেই আর কেস তৈরি করার প্রয়োজন পড়বে না, ইনস্ট্যান্ট রায় দেওয়া সম্ভব হবে। তাছাড়া সাক্ষী, প্রমান, স্বীকারোক্তি কোন কিছুরই আর প্রয়োজন থাকবে না।
কোনকিছুই আর গোপন থাকবে না, আপনি কোন মানুষের ইমোশন, কমেন্ট, মোটিভেশন, ইনস্ট্যান্ট বুঝে যাবেন, মেন্টাল হেলথ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। যারা বিশেষ করে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং নিজের চিন্তা গুলো ভাষায় প্রকাশ করতে পারেন না তাদের জন্য আর ফিলিং প্রকাশ কঠিন কোন ব্যাপার হিসেবে থাকবে না। সুইসাইড মাইন্ড অনেক কমে যাবে, কেননা আপনার মনের মধ্যের ফিলিং গুলো ডাক্তার হুবহু সেই ভাবেই বুঝতে পারবে ফিল করতে পারবে ফলে চিকিৎসা অনেক সহজ এবং নির্ভুলভাবে করা যেতে পারে।
আমাদের সম্পূর্ণ চিকিৎসা মাধ্যম পরিবর্তন হয়ে যাবে, মাইন্ড রিডিং করার মাধ্যমে যে রুগীরা অসুস্থতার কারণে কথা বলতে পারেন না, তাদের সাথেও যোগাযোগ করা যাবে। ঠসা বা বোবা, যাই হোক না কেন মনের কথা সকলের সাথে শেয়ার করা সম্ভব হবে। তাছাড়া মাইন্ড রিডিং এর আরো অনেক সুবিধা পাওয়া যেতে পারে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে।