লেখা : Tahiya Binte Kamal আপু
অ্যাক্টিভেশন-সিন্থেসিস মডেল বলে যে স্বপ্ন আসলে এলোমেলো। এগুলি হল আমাদের মস্তিষ্কের কার্যকলাপ বোঝার উপায় যা আমাদের ঘুমানোর সময় চলে। আমাদের মস্তিষ্ক অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাসের মতো অংশ থেকে সংকেত নেয় এবং তাদের ব্যাখ্যা করার চেষ্টা করে, যার ফলে স্বপ্ন দেখা যায়।
এছাড়াও স্বপ্ন যে আমরা নির্দিষ্ট বিষয় এর উপর ভিত্তি করে দেখি তাও কিন্তু নয়। লুসিড ড্রিম হলে স্বপ্ন কিছুটা কন্ট্রোল করা গেলেও সব স্বপ্নই যে নিয়ন্ত্রণ করা যাবে তা সঠিক নয়। স্বপ্নের পুরো বিষয়টাই রেন্ডম।
আরও জানতে -----
https://www.astronautabby.com/the-science-behind-sleep-and-dreams/