পাখিদের বুদ্ধিমত্তা মাপতে বিজ্ঞানীরা কিছু বিশেষ কাজ করার ক্ষমতা আছে পরীক্ষা করেছেন। তেমন একটি ক্ষমতা হচ্ছে গোনার ক্ষমতা।
কাক যদিও পাখিদের আইনস্টাইন, তারা কিন্তু গোনার বেলায় বেশি দূর এগিয়ে নেই। তারা গুনতে পারে তিন পর্যন্ত।
টিয়া পাখি গুনতে পারে ছয় পর্যন্ত
চীনা জেলেরা মাছ ধরতে পানকৌড়ি ধরনের পাখি ব্যবহার করে, এরা পরপর ৭টা মাছ ধরে আনলে ৮ম মাছটা পাখিটাকে খেতে দেয়। দেখা গেছে, পাখিগুলো নিজেরাই এর হিসাব রাখে। ৮ম মাছটা খেতে না দেয়া পর্যন্ত তারা পানিতে নামে না, রীতিমতো ঝগড়াও করে।
পাখিদের এই হিসেবগুলো কি সত্যি?
জাফর ইকবালের আরো একটুখানি বিজ্ঞান থেকে পেয়েছি